আগামীকাল খুলছে না প্রাথমিক বিদ্যালয়। সারা দেশে আগামীকাল রবিবার প্রাথমিক বিদ্যালয় খোলার কথা ছিল। তবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধই থাকবে।
৩ আগস্ট, শনিবার চলমান পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব।
আগামীকাল রবিবার (৪ আগস্ট) থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে এদিন ১২টি সিটি করপোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকা ছাড়া সারা দেশে অন্যান্য এলাকায় স্কুল খোলার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। বিদ্যালয় খুলছে না বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
গত ১৭ জুলাই থেকে সারা দেশে স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছিল সরকার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীরদের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছিল সরকার। এর পরই দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]