আলোচনায় রাজি নয় কোটাবিরোধীরা
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ১৯:২৭
আলোচনায় রাজি নয় কোটাবিরোধীরা
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কোটাসংস্কার নিয়ে চলমান আন্দোলনে সরকারের সঙ্গে আলোচনায় বসার আবেদন প্রত্যাখ্যান করেছেন কোটাবিরোধী আন্দোলনের সমন্বায়করা।


১৮ জুলাই, বৃহস্পতিবার কোটাবিরোধী আন্দোলনের কয়েকজন সমন্বায়ক নিজেদের ফেসবুক পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।


সমন্বায়ক সারজিস আলম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের উপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?’


আরেক সমন্বায়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক টাইমলাইনে লিখেছেন, ‘রক্ত মাড়িয়ে সংলাপ নয়।’


সমন্বায়ক আসিফ মাহমুদ তার ফেসবুক আইডিতে পোস্ট করেছেন, ‘গুলির সাথে কোন সংলাপ হয় না। এই রক্তের সঙ্গে বেইমানি করার থেকে আমার মৃত্যু শ্রেয়।’


কোটাবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন লিখেছেন, নিজের রক্তের সঙ্গে বেঈমানি করে কখনো কাউকে আলোচনায় বসতে দেবো না।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম এ সাঈদ ফেসবুকে লিখেন, ‘আমি সহ-সমন্বয়কদের একজন হিসেবে আমার অবস্থান ক্লিয়ার করছি। এতোগুলো লাশ আর এতোগুলো জীবনের ওপর দিয়ে কোনো আলোচনা চাই না। কোনো আলোচনা হবে না। তারা আলোচনায় বসলে এতোদিনেই বসতো। সমন্বয়কদের মধ্যে কেউ যদি আলোচনায় বসে তাহলে বুঝবেন তারা অন্য সমন্বয়কদের মতামত না নিয়েই আলোচনায় বসেছে।’


এর আগে চলমান কোটাবিরোধী আন্দোলন নিয়ে সরকার আজই শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছে বলে জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। ১৮ জুলাই, বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, কোটা সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত।


আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাদের (শিক্ষার্থী) এ প্রস্তাবকে অভিনন্দন জানিয়েছেন। তাদের এ প্রস্তাবের বিষয়ে প্রধানমন্ত্রী- আইনমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন। তারা যদি আজ রাজি হয় তাহলে আমরা আজই বসতে রাজি আছি।


বিবার্তা/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com