
কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুঁড়লে পুলিশও তাদেরকে ছত্রভঙ্গ করতে এলোপাতাড়িভাবে টিয়ারশেল, রাবার বুলেট, গ্রেনেড ছুঁড়তে থাকে। এতে করে অন্তত ২০জন শিক্ষার্থী আহত হন।
১৮ জুলাই, বৃহস্পতিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সর্বস্তরের সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন। পরবর্তীতে সাড়ে ১২ টার দিকে পুলিশের সাথে সংঘর্ষে জড়ান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সরেজমিনে দেখা যায়, ধীরে ধীরে শিক্ষার্থীরা লাঠিসোটাসহ বিশ্বরোডে জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করেন। কান্দিরপাড় অভিমুখের রাস্তায় পুলিশ, বিজিবি এবং র্যাব সতর্ক পাহাড়ায় ছিলেন। পরবর্তীতে উত্তপ্ত আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে দিতে পুলিশ, বিজিবি এবং র্যাবের দিকে এগিয়ে আসেন। পুলিশ পাল্টা আক্রমণে আন্দোলনরত শিক্ষার্থীদের লক্ষ করে এলোপাতাড়ি টিয়ারশেল, রাবার বুলেট, গ্রেনেড ছুড়তে থাকে। এতে করে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা। সংঘর্ষে বুলেট এবং টিয়ারশেলের আঘাতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হচ্ছে।
এদিকে কমপ্লিট শাটডাউনের ফলে মহাসড়কে আগে থেকেই যানচলাচল বন্ধ রয়েছে।
বিবার্তা/প্রসেনজিত/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]