ঈদে ট্রেনে নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৬:৪৭
ঈদে ট্রেনে নির্বিঘ্নে বাড়ি যাওয়ার ব্যবস্থা করা হয়েছে: রেলমন্ত্রী
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদুল ফিতরের মতো ঈদুল আযহায়ও ট্রেনে যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম।


১৪ জুন, শুক্রবার বিকেলে রাজবাড়ীর গোয়ালন্দ জেলা পরিষদ ডাকবাংলোতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।


মন্ত্রী জানান, যাত্রীদের পাশাপাশি ক্যাটল ট্রেনে গবাদি পশু পরিবহনের ব্যবস্থা করা হয়েছে। দেশের বিভিন্ন স্থান থেকে গবাদি পশু নিয়ে মানুষ নির্বিঘ্নে ঢাকার হাটগুলোতে আসছেন।


গোয়ালন্দ থেকে আন্তনগরসহ কয়েকটি ট্রেন প্রত্যাহার ও গোয়ালন্দ রেল স্টেশন চালু হবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পোড়াদহ অথবা দর্শনা থেকে গোয়ালন্দ পর্যন্ত একটি ট্রেন দেয়া হবে। তবে বগি ও ইঞ্জিন সংকটের কারণে আপাতত সম্ভব হচ্ছে না। বগি, ইঞ্জিন আমদানি করা হচ্ছে। আশাকরি আগামী ৪/৫ মাসের মধ্যে সমস্যা সমাধান হবে।


তিনি আরো বলেন, বিএনপির সময় গোল্ডেন হ্যান্ডসেট দিয়ে দক্ষ কর্মী ছাঁটাই করা হয়েছিল। এখন লোকবল নিয়োগ দেয়া হচ্ছে, তাদের প্রশিক্ষণ দিয়ে বন্ধ স্টেশন চালু করা হবে।


বিবার্তা/মিঠুন/রোমেল/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com