জাতীয়
ঈদের আগেই ভাঙা সড়ক মেরামত করতে হবে: সেতুমন্ত্রী
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১৪:২১
ঈদের আগেই ভাঙা সড়ক মেরামত করতে হবে: সেতুমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আসন্ন কোরবানির ঈদের সাত দিন আগেই ভাঙা সড়ক মেরামত করার নির্দেশ দিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


বৃহস্পতিবার (৩০ মে) রাজধানীর বিআরটিএ ভবনে ঈদ যাত্রার প্রস্তুতি সভায় তিনি এ নির্দেশ দেন।


ওবায়দুল কাদের আরও জানান, গাজীপুরের সাতটি ফ্লাইওভার চালু করা হয়েছে। এতে যানজট কমেছে। গার্মেন্টস ছুটির কারণে চন্দ্রায় ঝামেলা হয়। চন্দ্রা রুটে যে রাস্তায় কাজ চলছে সেগুলো সাত দিন বন্ধ রাখতে হবে।


তিনি আরও বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে যানজট হয়। ফ্লাইওভারের নিচে জটলা সৃষ্টি হয়। এটা পরিকল্পিত কিনা জনস্বার্থে দেখতে হবে।


সেতুমন্ত্রী আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধ করা সরকারের দায়িত্ব এবং এই দুর্ঘটনা রোধে মিটিং করে যদি কোনো ফলাফল পাওয়া না যায় তবে মিটিংয়ের নামে আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই।


সিটি করপোরেশনকে ঈদের সময় রাস্তা খোঁড়াখুঁড়ি বন্ধ রাখার অনুরোধ জানিয়ে বলেন, রাজধানীর প্রবেশপথগুলো নজরদারিতে রাখতে হবে। লক্করঝক্কর গাড়ি রং দিয়ে লাভ নাই, ফিটনেস গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এগিয়ে গেছে, বাস মালিকদের দৃষ্টিভঙ্গি নিচে নেমে গেছে। ভালো গাড়ি তারা চালায় না। এজন্য সিটি করপোরেশন ও বিজিএমইএর সঙ্গে আলাদা আলোচনা করা দরকার।


ঈদে অতিরিক্ত ভাড়ার কারণে ঘরমুখো মানুষ নিরাশ হয় বলেও মন্তব্য করেন তিনি।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com