সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৩
সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাতে শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন।


শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় বলা হয়, জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সরকারি মিলের চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করেছে সরকার।


এর আগে, কেজিতে ২০ টাকা বাড়িয়ে দেশি চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন।


বৃহস্পতিবার বিকালে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি কেজি চিনির মিলগেট ও করপোরেট সুপার শপে বিক্রয়মূল্য ১৫৫ টাকা। আর বিভিন্ন সুপার শপ ও বাজারে সর্বোচ্চ বিক্রয়মূল্য হবে ১৬০ টাকা।


এছাড়াও ৫০ কেজির বস্তাজাত চিনির মিলগেট মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। ডিলার পর্যায়ে বিক্রয় মূল্য ১৫৭ টাকা।


আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে চিনির এ দাম ঠিক করা হয়েছে। রোজা উপলক্ষ্যে চিনির বাজার নিয়ন্ত্রণে সরকারের সহযোগিতাও চাওয়া হয়।


কিন্তু এ ঘোষণার কয়েক ঘণ্টা পরেই জনদুর্ভোগের কথা চিন্তা করে চিনির দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করে শিল্প মন্ত্রণালয়।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com