রাষ্ট্রপতির সঙ্গে লায়ন্স ক্লাবের প্রতিনিধিদলের সাক্ষাৎ
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৩, ১৬:০০
রাষ্ট্রপতির সঙ্গে লায়ন্স ক্লাবের প্রতিনিধিদলের সাক্ষাৎ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

লায়ন্স ক্লাবের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ড. পাট্টি হিলের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।


১৭ ডিসেম্বর, রবিবার সকালে বঙ্গভবনে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা।


প্রতিনিধিদল বাংলাদেশে লায়ন্স ক্লাবের কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের প্রশংসা করে পাট্টি হিল বলেন, এ দেশের সম্ভাবনাময় যুব সমাজকে জনশক্তি হিসেবে গড়ে তোলা গেলে উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।


এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা, প্রাকৃতিক দুর্যোগ, স্বাস্থ্য, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা প্রদানে লায়ন্স ক্লাবের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।


রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, দেশের মানুষের কল্যাণে লায়ন্স ক্লাবের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।


অনুষ্ঠানে লায়ন্সের ৫১তম আইএসএএমই ফোরামের আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com