হজ পালনে গিয়ে সৌদিতে ২২ জনের মৃত্যু
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ০৮:৩৮
হজ পালনে গিয়ে সৌদিতে ২২ জনের মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি পৌঁছে বিভিন্ন কারনে এখন পর্যন্ত সর্বমোট ২২ জন ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। এছাড়া এখন পর্যন্ত সৌদি আরব পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ জন বাংলাদেশী। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ জন হজযাত্রী ও বেসরকারিভাবে আরও ৮৭ হাজার ১২১ জন মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি জমিয়েছেন।


রবিবার (১৮ জুন) মধ্যরাতে হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, হজ অফিসের বরাতে হজ পোর্টালে এই তথ্য জানানো হয়েছে।


হজ বুলেটিনে জানানো হয়েছে, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান সৌদি আরবে হজ ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য আজ (রোববার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৩ মিনিটে বিজি-৩৩১ ফ্লাইটযোগে জেদ্দাস্থ কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বাংলাদেশ কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রতিমন্ত্রীকে স্বাগত জানান।


চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত ২১ মে থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার প্রথম ফ্লাইট শুরু হয়। হজ পালনে মধ্যপ্রাচ্যের দেশটিতে যাওয়ার শেষ ফ্লাইট আগামী ২২ জুন। আর হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই থেকে। সবশেষ হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।


বিবার্তা/মাসুম


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com