জমে উঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৩, ২৩:৫৫
জমে উঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

চারুশিল্পী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী পেশার দর্শনার্থীদের উপস্থিতিতে জমে ওঠেছে ১৯তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী ২০২২।


সোমবার (২ জানুয়ারি) বিকেল ৫ টায় ১৯ তম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনী পরিদর্শন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালিদের সহধর্মিনী বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর পরিচালক ড. সোহেলা আক্তার।


অনান্য মন্ত্রণালয়ের মধ্যে ছিলেন মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর সহধর্মীনি, পরিকল্পনা ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সহধর্মিনীসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহধর্মিনীরা।


এছাড়াও ছিলেন এ্যাটর্নি জেনারেল এর সহধর্মিনী ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এর সহধর্মিনী ইডেন কলেজের অধ্যাপক প্রফেসর মঞ্জু আরা।


আগত অতিথিদের স্বাগত জানান বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। এসময় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। প্রদর্শনী ঘুরে আয়োজনের ব্যাপকতা নিয়ে অভিব্যাক্তি জানান আগত অতিথিরা।


বাংলাদেশ শিল্পকলা একাডেমির আায়োজনে ১১৪টি দেশের অংশগ্রহণে ৮ ডিসেম্বর শুরু হওয়া মাসব্যাপী এই প্রদর্শনীটি চলবে ৭ জানুয়ারি পর্যন্ত।


বিবার্তা/সানজিদা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com