শিরোনাম
৪৩তম বিসিএস প্রিলির ফল বৃহস্পতিবার
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:৫৫
৪৩তম বিসিএস প্রিলির ফল বৃহস্পতিবার
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল বৃহস্পতিবার প্রকাশিত হবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বুধবার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন।


তিনি বলেন, ৪৩তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করছি বৃহস্পতিবারের মধ্যেই ফল প্রকাশ করতে পারব।


গত বছরের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আটটি বিভাগীয় শহরের ৩৬৯ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হয়। ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ৪ লাখ ৪২ হাজার ৮৩২ জন চাকরিপ্রার্থী, যা বিসিএসের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আবেদনের রেকর্ড।


৪৩তম বিসিএসের মাধ্যমে সরকার বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ জনকে নিয়োগ দেবে। এর মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হবে ২৫ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, এএসপি পদে ১০০ জন। শিক্ষায় ৮৪৩ জন, কাস্টমসে ১৪, অডিটে ৩৫, সমবায়ে ২০, ট্যাক্সে ১৯, ডেন্টাল সার্জন পদে ৭৫ ও অন্যান্য ক্যাডারে ৩৮৩ জনকে নিয়োগ দেয়া হবে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com