শিরোনাম
দেশে করোনায় মৃত্যু ফের বেড়েছে
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ১৭:২১
দেশে করোনায় মৃত্যু ফের বেড়েছে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে করোনাভাইরাস নিয়ন্ত্রণে থাকলেও ফের বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৭৬৮ জনে।


মৃত ১৬ জনের মধ্যে পুরুষ ১০ জন ও নারী ছয়জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১২ জন ও বেসরকারি হাসপাতালে চারজন মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।


একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩১৪ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৪৮৮ জনে।


রবিবার (১৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৩১টি ল্যাবরেটরিতে ১৮ হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৯৪ হাজার ৯২২টি নমুনা পরীক্ষা করা হলো।


নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৭৪ শতাংশ। দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার ১৫ দশমিক ৫১ শতাংশ।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫২৯ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২৭ হাজার ৮৬২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৬০ শতাংশ।


গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৬ জনের মধ্যে চল্লিশোর্ধ চারজন, পঞ্চাশোর্ধ চারজন, ষাটোর্ধ্ব পাঁচজন, সত্তরোর্ধ্ব একজন ও আশি-উর্ধ্ব দুইজন রয়েছেন।


১৬ জনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন, চট্টগ্রামে তিনজন, রাজশাহীতে দুইজন, খুলনায় দুইজন ও ময়মনসিংহ বিভাগে দুইজনের মৃত্যু হয়।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com