শিরোনাম
করোনায় আরো ৪৩ প্রাণহানি
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২১, ১৭:১৮
করোনায় আরো ৪৩ প্রাণহানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আররো৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ২২৫ জনে।


এ সময় নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এক হাজার ৩৮৩ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৮৩ জনে।


রবিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত এক দিনে ২৪ হাজার ৬২৩টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৫.৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৩৫ শতাংশ।


উল্লিখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন দুই হাজার ৮৮৭ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ এক হাজার ৫৪১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৩৩ শতাংশ। আর মৃত‌্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।


করোনায় মৃতদের মধ‌্যে পুরুষ ২২ জন এবং নারী ২১ জন। এর মধ্যে ঢাকা বিভাগের ১৯ জন, চট্টগ্রাম বিভাগের আটজন, রাজশাহী বিভাগের চারজন, খুলনা বিভাগের ছয়জন, সিলেট বিভাগের দুইজন, রংপুর বিভাগের তিন জন এবং ময়মনসিংহ বিভাগের একজন। গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে করোনায় কারো মৃত‌্যু হয়নি বলে জানানো হয়েছে।


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com