শিরোনাম
জাতীয় নারী জোটের নিন্দা ও প্রতিবাদ
প্রকাশ : ১৪ জুন ২০২১, ১৭:১৬
জাতীয় নারী জোটের নিন্দা ও প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক রীনা সোমবার এক বিবৃতিতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধাগণের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে নারী কর্মকর্তাদের অংশগ্রহণের বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রস্তাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।


তিনি বলেন, নারীর ক্ষমতায়ন এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে নারীর অংশ গ্রহণের সুযোগ তৈরিতে বাংলাদেশ যেখানে রোল মডেল সে পরিস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এ নারী বিদ্বেষী প্রস্তাব পশ্চাৎপদ, আমলাতান্ত্রিক, স্বাধীনতা বিরোধী ধর্মান্ধ সাম্প্রদায়িক মৌলবাদী গোষ্ঠীর মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে। এ প্রস্তাব সংবিধানের সাথে সাংঘর্ষিক। তিনি নারী বিদ্বেষী, বৈষম্যমূলক ও সংবিধান বিরোধী এ প্রস্তাব প্রত্যাহার করার জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতি আহ্বান জানান।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com