শিরোনাম
রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোকে নিজ অর্থে চলার নির্দেশ
প্রকাশ : ০৪ মে ২০২১, ২১:০৫
রাষ্ট্র মালিকানাধীন কোম্পানিগুলোকে নিজ অর্থে চলার নির্দেশ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

রাষ্ট্র মালিকানাধীন সব লিমিটেড কোম্পানিকে নিজ অর্থে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (০৪ মে) একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ কথা জানিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, সরকারি কোম্পানিগুলোকে নিজের পায়ে দাঁড়াতে হবে। ব্যাংক-বীমা, টেলিযোগাযোগ, পর্যটন খাতের এসব প্রতিষ্ঠানকে বছরের পর বছর অর্থ দিতে হবে-এটা আর চলবে না। সরকার এ প্রতিষ্ঠানগুলোকে পুঁজি দিয়েছে। ব্যবস্থাপনার অন্যান্য সুযোগ দেয়া হয়েছে। তারপরও কেন তাদের দীর্ঘদিন ধরে ক্ষতিপূরণ দিয়ে যাওয়া অর্থনৈতিকভাবে কিছুতেই গ্রহণযোগ্য নয়। এখন থেকে সরকারি কোম্পানিগুলোকে নিজস্ব আয়-ব্যয়ে চলতে হবে।


উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্পের আলোচনায় প্রধানমন্ত্রী আরো বলেন, যাই নির্মাণ করা হোক তা উন্মুক্ত থাকতে হবে সবার জন্য।


একনেক চেয়ারপারসন হিসেবে এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বৈঠকে সংযুক্ত হন তিনি। একনেক সভায় বাগেরহাটের পানগুচি নদীর উপর সেতু নির্মাণ প্রকল্পসহ ১১ হাজার ৯শ কোটি টাকার ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com