শিরোনাম
বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইতালির
প্রকাশ : ০৭ জুলাই ২০২০, ১৭:৩৬
বাংলাদেশের সঙ্গে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইতালির
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ইতালি। ইতালিগামী বিমানে বাংলাদেশি করোনা রোগী শনাক্ত হওয়ায় মঙ্গলবার (৭ জুলাই) এ সিদ্ধান্ত নেয় ইতালি সরকার।তবে কীভাবে ইতালিগামী বিমানে করোনা রোগী উঠল তা নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।


বাংলাদেশে প্রথম ৮ মার্চ করোনা শনাক্ত হয়। ১৮ মার্চ করোনায় প্রথম মৃত্যু হয়। বাঙালির বর্ষবরণের দিনে আক্রান্তের সংখ্যা এক হাজার অতিক্রম করে। এরপর থেকে সংক্রমণের হার দ্রুত বাড়তে শুরু করে। চার মাসে করোনায় আক্রান্তের সংখ্যা ফ্রান্সকে ছাড়িয়ে গেছে।


মঙ্গলবার (৭ জুলাই) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৩ হাজার ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৮ হাজার ৬৪৫ জনে। একই সময় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৫১ জনে।


ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৩৩৫ জন। আর এতে সংক্রমিত হয়ে মারা গেছেন ২৯ হাজার ৯২০ জন।


বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ফ্রান্সের তুলনায় বেশি হলেও করোনায় মৃতের সংখ্যা তুলনামুলকভাবে অনেক কম। ফ্রান্সে এ পর্যন্ত ২৯ হাজার ৯২০ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। অথচ এর কাছাকাছি সময়ে বাংলাদেশে মৃতের সংখ্যা ২ হাজার ১৫১ জন। সুস্থতার সংখ্যার দিক থেকেও বাংলাদেশ এগিয়ে। ফ্রান্সে এ পর্যন্ত ৭৭ হাজার ৩০৮ জন সুস্থ হয়েছেন। আর বাংলাদেশে এই সংখ্যা ৭৮ হাজার ১০২ জন।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com