শিরোনাম
‘শিগগিরই সংবাদপত্রের সংশোধিত নীতিমালা’
প্রকাশ : ০২ আগস্ট ২০১৮, ২২:১৮
‘শিগগিরই সংবাদপত্রের সংশোধিত নীতিমালা’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

শিগগিরই সরকার সংবাদপত্রের জন্য সংশোধিত নীতিমালা প্রকাশ করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীরসহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শেখর।


তিনি বলেন, আজকাল সবাই পত্রিকার বিক্রি বাড়ানোর জন্য নেতিবাচক সংবাদ বেশি প্রচার করে। কেউ ভালো কাজ করলে তার কোনো সংবাদ হয় না। গণমাধ্যমের উচিত এধরনের নীতি থেকে বের হয়ে আসা। ইতিবাচক বিষয়গুলোকে তুলে ধরা।


জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বিবার্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি জাতির জনকের জন্য তিনি এসময় শোক প্রকাশ করেন। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ১৫ আগস্ট শহীদদের। পরে তিনি বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিনকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।


নানা আয়োজনে বৃহস্পতিবার অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট-এর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়। জন্মদিনের শুভেচ্ছা জানাতে দুপুর থেকেই কারওয়ান বাজারের অফিসে উপস্থিত হন পাঠক-শুভাকাঙ্ক্ষীরা।



বিকেল ৩টার দিকে অতিথিদের নিয়ে জন্মদিনের প্রথম কেক কাটেন বিবার্তা সম্পাদক বাণী ইয়াসমিন হাসি। এরপর শুভানুধ্যায়ীরা তাঁকে ফুল দিয়ে অভিনন্দন জানান।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com