ঝিনাইদহের শৈলকুপায় সাংবাদিক আব্দুর রহমান মিল্টনের উপর হামলা চালিয়েছে দুবৃর্ত্তরা। গুরুত্বর আহত অবস্থায় তাকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
৮ ডিসেম্বর, রবিবার দুপুর ১টার দিকে শৈলকুপার নতুন বাজারে বিএনপির পার্টি অফিসের পাশ থেকে এ হামলার ঘটনা ঘটে।
হামলাকারীরা দেশীয় লাঠি, লোহার রড, হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে সাংবাদিক মিল্টনের দুই পা, হাটু, পিঠ সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুত্বর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আহত সাংবাদিকের খোঁজ-খবর নেন। এসময় পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন।
সাংবাদিক মিল্টন জানান, একজন ব্যবসায়ী নিহতের ঘটনায় স্বজনরা সাংবাদিক সম্মেলন করে। সেই সংবাদ পত্রিকা ও অনলাইনে প্রকাশের জের ধরে সাহেব খাঁন, রাকিবুল হাসান নয়নসহ একদল দুর্বৃত্ত এমন হামলা চালায়।
সাংবাদিক আব্দুর রহমান মিল্টন প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক। এছাড়া শৈলকুপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত।
এমন ঘটনার নিন্দা জানিয়েছে ঝিনাইদহ ও শৈলকুপার বিভিন্ন সাংবাদিক সংগঠন।
শেষ খবর পাওয়া পর্যন্ত এ হামলার ঘটনায় থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলছে বলে জানান শৈলকূপা থানার ওসি মাসুম খান।
বিবার্তা/রায়হান/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]