দৈনিক প্রথম আলোর অনলাইন ভার্সন হ্যাক হয়েছে। সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পত্রিকাটির অনলাইন ভার্সনে হ্যাক সংক্রান্ত একটি বার্তা পাওয়া যায়।
প্রথম আলোর কোন সম্পদের ক্ষতি না করার কথা জানিয়ে ওই বার্তায় হ্যাকার পত্রিকাটির নিরাপত্তা ত্রুটি নিয়ে তথ্য দেন। জানান, অন্য কোন প্রতিষ্ঠান ক্ষতি করার আগেই তাদের নিরাপত্তা ত্রুটি নিয়ে কাজ করা উচিত।
ইতোমধ্যে বিষয়টি সমাধানে পত্রিকার তথ্যপ্রযুক্তি বিভাগের কর্মীরা কাজ করছেন বলে প্রথম আলোতে কর্মরত একজন সাংবাদিক নিশ্চিত করেছেন।
ঠিক কারা এই কাজ করেছে, তা এখনও স্পষ্ট নয়।
বিবার্তা/এসএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]