মোংলা-খুলনা মহাসড়কে পুলিশ ভ্যানে আগুন, ২ সাংবাদিক আহত
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৬:৫৬
মোংলা-খুলনা মহাসড়কে পুলিশ ভ্যানে আগুন, ২ সাংবাদিক আহত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মোংলা-খুলনা মহাসড়কের রামপাল উপজেলার ফয়লাহাট এলাকায় পুলিশের একটি ভ্যানে আগুন দিয়েছে আন্দোলনকারীরা।


এরপর তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া শুরু করে। এ সময় স্থানীয় আওয়ামী লীগ অফিসেও ভাঙচুর ও অগ্নিসংযোগ এর চেষ্টা চালায়।


এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে রামপাল উপজেলার সাংবাদিক এম.এ. সবুর রানা ও সুজন মজুমদারকে আন্দোলনকারীরা পিটিয়ে গুরুতর আহত করে।


রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় মোংলা-খুলনা মহাসড়কের ভাগা এলাকায় বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা। মিছিল শেষে তারা মহাসড়কের ফয়লাহাট এলাকায় অবস্থান নেয়। এরপর সেখান থেকে ফয়লাবাজার বাস স্ট্যান্ডে এসে সড়ক অবরোধ করে। এ সময় তারা পুলিশের উপর চড়াও হয়। এরপর পুলিশের গাড়িতে আগুন দেয় তারা। এক পর্যায়ে স্লোগান দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় ব্যবসায়ীরা দোকান-পাট বন্ধ করে দেয়।


বিবার্তা/জাহিদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com