শিরোনাম
সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর হামলায় ডিআরইউর প্রতিবাদ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৪:১৭
সাংবাদিক রিয়াজ চৌধুরীর ওপর হামলায় ডিআরইউর প্রতিবাদ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক সাধারণ সম্পাদক ও দ্য সাউথ এশিয়ান টাইমসের বিশেষ প্রতিনিধি রিয়াজ চৌধুরীর ওপর অজ্ঞাতনামা দুর্বৃত্তদের হামলায় গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি।


শনিবার এক বিবৃতিতে সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান এ প্রতিবাদ জানান।


রিয়াজ চৌধুরীর ওপর যারা হামলা করেছে এবং তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, তাদের দ্রুত শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে আইন-শৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে শনিবারই রিয়াজ চৌধুরী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন (যার নং- ১৩৮)।


জিডিতে ঘটনার বিবরণ দিয়ে রিয়াজ চৌধুরী জানান, শুক্রবার রাত সাড়ে ১০টায় তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুরাতন নিউ এইজ অফিসের সামনে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে পিছন দিক থেকে রিক্সায় ধাক্কা মারে। এক পর্যায়ে তারা মুখে কিল-ঘুষি মেরে জখম করে এবং বলে, ‘তুই বেশি বেড়ে গেছিস। তোকে মেরে ফেলবো।’ এ সময় তারা হাতে থাকা মোবাইল ফোন আছাড় মেরে ভেঙ্গে ফেলে।


বিবার্তা/কেআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com