শিরোনাম
বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে এগিয়ে যাবে জাগরণ টিভি : কুবি উপাচার্য
প্রকাশ : ১৩ জুন ২০২১, ২১:৩২
বস্তুনিষ্ঠ সংবাদ দিয়ে এগিয়ে যাবে জাগরণ টিভি : কুবি উপাচার্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী বলেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাগরণ আইপি টিভি এগিয়ে যাবে এটাই প্রত্যাশা করছি। তবে এক্ষেত্রে এ টিভিকে অবশ্যই সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে।


রবিবার (১৩ জুন) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে জাগরণ আইপি টিভির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, বর্তমান ডিজিটাল প্রেক্ষাপটে আইপি টিভিগুলোর ভবিষ্যৎ ভালো হবে মনে হচ্ছে। কাজেই জাগরণ টিভিও গণমাধ্যমের বস্তুনিষ্ঠতা বজায় রেখে দেশ-জাতির উন্নয়নে কাজ করে অনেকদূর এগিয়ে যাবে। এ টিভির জন্য শুভকামনা রইলো।


বিবার্তা২৪ ডটনেটের সম্পাদক বাণী ইয়াসমিন হাসির সভাপতিত্বে এবং জাগরণ আইপি টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জুনাইদ আহমেদ পলক– তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, অধ্যাপক আব্দুল কুদ্দুস-এমপি নাটোর-৪, সভাপতি, নাটোর জেলা আওয়ামী লীগ, ডক্টর মোহাম্মদ সামাদ, উপ-উপচার্য (প্রশাসন), ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, শফিউল আলম চৌধুরী নাদেল – আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ডক্টর এমরান কবির চৌধুরী-কুমিল্লার বিশ্ববিদ্যালয়ের উপচার্য, জেড এম পারভেজ সাজ্জাদ-উপচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ, অ্যাডভোকেট সানজিদা খানম, সাবেক সাংসদ, মারুফা আক্তার পপি, সদস্য আওয়ামী লীগ, গোলাম কুদ্দুছ, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোল্লা নজরুল ইসলাম, ডিআইজি, নৌ পুলিশ, মনিরুল ইসলাম, ডিআইজি, সৈয়দ ইসতিয়াক রেজা, প্রধান সম্পাদক, জিটিভি, প্রণব সাহা, সম্পাদক, ডিভিসি নিউজ বাংলা, ইলিয়াস শরীফ, যুগ্ম কমিশনার এন্টি টেরোরিজম ইউনিট, আঙ্গুর নাহার মন্টি, যুগ্ম-বার্তা সম্পাদক, নিউজ২৪টিভি, নাসির উদ্দিন মিতুল, ডিন, জাতীয় বিশ্ববিদ্যালয়, কুহুলি কুদ্দুস মুক্তি, সহ-সভাপতি, যুবলীগ, মাজেদুল বারি নয়ন, মেয়র, বড়াইগ্রাম পৌরসভা, গিয়াস উদ্দিন রুবেল ভাট, মেয়র রায়পুর পৌরসভা, মাজেদ মিন্টু, উপসচিব, দুদক, এস এম মনিরুল ইসলাম মনি, সভাপতি গৌরব ৭১, গুলশাহানা ঊর্মি, প্রেস উইং, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় প্রমুখ।


বিবার্তা/রাসেল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com