শিরোনাম
কারাগার থেকে বের হয়েছেন সাংবাদিক রোজিনা
প্রকাশ : ২৩ মে ২০২১, ১৬:৩২
কারাগার থেকে বের হয়েছেন সাংবাদিক রোজিনা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলায় জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। রবিবার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তার জামিন মঞ্জুর করেন। এর পর জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে সেখান থেকে তিনি মুক্ত হন।


পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক রোজিনা ইসলামকে ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা ও নির্যাতন করা হয়। ওই দিন রাতেই রোজিনার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করা হয়।


পরদিন মঙ্গলবার রোজিনা ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পুলিশ তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করে। রোজিনার আইনজীবীরা তার জামিন চান। আদালত রিমান্ডের আবেদন নাকচ করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য বৃহস্পতিবার দিন রাখেন। রোজিনা ইসলামের জামিন আবেদনের শুনানি বৃহস্পতিবার দুপুরে শেষ হয়। আদালত তাৎক্ষণিকভাবে কোনো সিদ্ধান্ত দেননি।


ওই দিন বিকেলে জানানো হয়, রাষ্ট্রপক্ষের তথ্য উপস্থাপন ও জামিন বিষয়ে ২৩ মে আদেশের জন্য দিন ধার্য করেছেন আদালত।সর্বশেষ আজ পাঁচ হাজার টাকা মুচলেকা এবং পাসপোর্ট জমা দেয়ার শর্তে সাংবাদিক রোজিনা জামিন পান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com