কার্তিকের পড়ন্ত বিকেলে এক ঝাঁক শিশু-কিশোরের মনোমুগ্ধকর নাচ-গান-আবৃত্তিসহ হৃদয়ছোঁয়া পরিবেশনা এবং গুণীজনের আলাপচারিতায় গেণ্ডারিয়া কিশলয় কঁচিকাচার মেলা ও কামাল স্মৃতি পাঠাগারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো 'শিশু অধিকার ও নারীর ক্ষমতায়ন এবং যুব সমাজের দক্ষতা উন্নয়নে পাঠাগারের ভূমিকা' শীর্ষক সেমিনার।
সেমিনারে মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে উঠে আসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং সাম্প্রতিক বাংলাদেশের শিশু, যুব ও নারীসমাজের সামগ্রিক অবস্থা এবং তাদের আত্নিক ও সামাজিক উন্নয়নের পথে সমস্যা ও করণীয়। সেই সাথে, অনুষ্ঠানে নানা আয়োজনের পাশাপাশি ছিল কিশলয় কঁচিকাচার মেলার শিশু-কিশোর ও শিক্ষক-শিক্ষিকাদের পরিবেশনা।
৮ নভেম্বর, শুক্রবার বিকালে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। রাত নয়টা পর্যন্ত চলে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সেমিনারটিতে প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ লেখক ও গবেষক শারমিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী জনাব সালিম সামাদ।
এতে সভাপতিত্ব করেন গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সহ-সভাপতি ও কামাল স্মৃতি পাঠাগারের সভাপতি আবু তাহের বকুল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গেণ্ডারিয়া কিশলয় কঁচিকাচার মেলার সাধারণ সম্পাদক নুসরাত ইয়াসমিন রূম্পা।
এছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক এহতেশাম খান সিদ্দিকী হিমেল, ললিতকলার অধ্যক্ষ গোলাম জিলানী, ললিতকলার সিনিয়র শিক্ষক আশীষ কুমার শীল, হুমায়রা হামিদ হুমা, তবলা শিক্ষক অয়ন সরকারসহ গেণ্ডারিয়া কিশলয় কঁচিকাচার মেলার শিক্ষকরা।
অনুষ্ঠানের প্রথমেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর গণ-অভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে শ্রদ্ধা জানানো হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে গেণ্ডারিয়া কিশলয় কঁচিকাচার মেলার শিশু-কিশোররা। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় এবং জাতীয় চার নেতার স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সেমিনারে নিজস্ব অভিজ্ঞতার আলোকে সাংবাদিক ও গণমাধ্যমকর্মী জনাব সালিম সামাদ বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রকৃত চিত্র ও শিশুদের আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরার পাশাপাশি তার সাংবাদিক জীবনের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও পাঠাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে শারমিন আহমদ বলেন, নারীর ক্ষমতায়ন বলতে আমি মনে করি নারীকে ঠিক সেই ক্ষমতাই দেওয়া হয়েছে যেটুকু পুরুষকে দেওয়া হয়েছে। আল্লাহ আমাদের যে অধিকার দিয়েছে তা বিভিন্ন কারণে আমরা প্রয়োগ করতে পারি না। পুরুষের সাথে প্রতিযোগিতার মনোভাব তৈরি হওয়ায় নারী তার সত্তাটা হারিয়ে ফেলছে। আসলে, মেয়েরা মাল্টিটাস্কিং করতে পারে, আর পুরুষ হলো হান্টার। নারী ও পুরুষ আসলে পরস্পরের উপর নির্ভরশীল।
তিনি আরো বলেন, আমাদের মানসিকতা আমাদের অনগ্রসর করে রেখেছে। পাঠাগার উচ্চবিত্তদের সমাজে প্রচলিত ছিল। কিন্তু দরিদ্র সমাজে পাঠাগার না দেখা গেলেও, দরিদ্র গ্রামীণ সমাজের একজন নারী তার জীবন দিয়ে আমাদের শেখাচ্ছেন।
মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ লেখক ও গবেষক শারমিন আহমদ তার পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা তাজউদ্দীন আহমদের জীবনের আলোকে পাঠাগারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তার পিতা কারাবন্দি সংগ্রামীদের কাছ থেকে বই নিয়ে পড়ে নিজেকে কীভাবে আলোকিত করে বাংলাদেশের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছেন।
বক্তাদের আলোচনার পরপরই শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। সেখানে উপস্থিত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনা হয় শিশুদের অধিকার ও যুব সমাজের অবক্ষয় নিয়ে। সেখানে শিশু-কিশোরদের সাবলীল অংশগ্রহণও ছিল।
আলোচনা পরবর্তী সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করে মৌ, অন্বেষা, স্বদেশ, স্বরাজ, রাইসা, মেঘলা, তাসফিয়া, শ্রীতম, নিহারা ও বর্ণ। গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলার সহ-সভাপতি আবু তাহের বকুল রচিত ও ললিতকলার সিনিয়র শিক্ষক আশীষ কুমার শীল-এর সুর করা ময়না পাখি ময়না পাখি' ছড়া গানটি পরিবেশন করে মাধ্যমে কচিকাচার মেলার প্রাঙ্গণ হয়ে ওঠে সুরময় ও নান্দনিক। এছাড়াও, 'ও আমার বাংলাদেশ', 'আমরা কিশলয়' সংগীত পরিবেশন করে কচিকাঁচার শিশু-কিশোররা।
অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করে রুহামা, বর্ণ ও নিহারা। নৃত্য পরিবেশন করে নন্দিতা, আজমী, নাজীবা ও মাইশা। এছাড়াও একক সংগীত পরিবেশন করেন, ললিতকলার সিনিয়র শিক্ষক আশীষ কুমার শীল, শিক্ষক হুমায়রা হামিদ হুমা, প্রশিক্ষক নাফিসা আলম হিয়া।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]