
গ্রামের আঁকাবাঁকা মেঠো পথে-
ছুঁটে চলছে একটি মেয়ে।
খোলা চুল দোল খাচ্ছে দক্ষিণা বাতাসে,
একবারও দেখলো না সে পিছনে ফিরে।
দুরন্ত দূর্বার তার চলার গতি,
ভীতু নয় সে সাহসী।
দেহের এত সুন্দর গঠন,
যৌবনে পা দিয়েছে এখন।
মাথায় তার লম্বা চুল,
চোঁখে ভাসছে আমার হাজারো মেঘ কালো ফুল
কী যে তাঁর মুখের চাহনি,
নাকে পরা নাক ফুল।
অসম্ভব সুন্দরী সে,
বলতে কেউ করবে না ভুল।
খোলা চুলে সে ছুঁটে চলে,
কল্পনায় তাঁকে নিয়ে যাই আমার পথ ভুলে।
মায়াভরা মুখখানি দেখবে যে,
তার রূপের আগুনে আঙ্গার হবে সে।
চুলের খোপায় জঁবা ফুল গুজে,
কপালে লালটিপ পরে-
অসম্ভব রূপবতী কালো মেয়ে।
লেখক : কবি ও সাংবাদিক
বিবার্তা/ইমরান
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]