শিরোনাম
অসীম আল ইমরানের রাতের কবিতা ‘স্বপ্নের রমণী’
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২১, ১৭:৪০
অসীম আল ইমরানের রাতের কবিতা ‘স্বপ্নের রমণী’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+


পথ চলা এই শহরে,
তুমি বিহীন নির্ঘুম আমার রাত কাটে।
দিনের আলোর কাছে রাত অসহায়,
আনমনে ভাবি হবে নাতো আমার পরাজয়।
ঘোর কেটে আনবো প্রভাত ,
যদি বাড়িয়ে দাও তোমার দু-হাত।


ওগো স্বপ্নের রমণী, ওগো স্বপ্নের রমণী



রাতে যখন দু-চোঁখের সয়না জেগে থাকার জ্বালা,
তখন এই মন তোমাকে নিয়ে ভাসায় কল্পনার ভেলা।
ঘুমহীন রাত-দিন আমার হয় একাকার ,
তুমি দেখা দিলেই কাটবে এই মনের অন্ধকার।


ওগো স্বপ্নের রমণী, ওগো স্বপ্নের রমণী



চোঁখ জুড়ালেই তুমি সামনে আসো,
অন্য সময় থাকো কোথায় লুকিয়ে।
কানে আমার তোমার কথার ধ্বনি বাজে,
দাও না তোমার ঠিকানা বলে।
তবেই পৃথিবী আামার স্বর্গ হবে ,
তোমায় খুঁজে পেলে।


ওগো স্বপ্নের রমণী, ওগো স্বপ্নের রমণী


লেখক : কবি ও সাংবাদিক


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com