ডিহাইড্রেশন থেকে বাঁচতে রোজ ফলের সালাদ
প্রকাশ : ২৪ মে ২০২৪, ১১:২৩
ডিহাইড্রেশন থেকে বাঁচতে রোজ ফলের সালাদ
লাইফসটাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

গরম মানেই শরীরের চাই বেশি মাত্রায় পানি। জলীয় পদার্থ যেমন খেতে হবে বার বার, তেমনই খাবারেও রাখতে হবে পানির আধিক্য। তবেই তো শরীর ঠান্ডা থাকবে।


গরমের মরসুমে শরীর সুস্থ রাখার একমাত্র দাওয়াই হল পানি ও পানীয়। এ সময়ে ভাজাভুজি, তেল-মশলাদার খাবার যত কম খাওয়া যায়, ততই ভাল। সঙ্গে স্বাস্থ্যরক্ষা করতে খেতে হবে বেশি করে ফল।


শুধু ফল খেলেই হবে না, একটু বুদ্ধি খরচ করে এমন ফল খেতে হবে, যাতে শরীরে পর্যাপ্ত পুষ্টিগুণের সঙ্গে জলও যেতে পারে। ফল তো খাওয়াই যায়, তবে গরমের দিনে খিদে মেটাতে ফল দিয়ে সালাদ বানিয়েও খেতে পারেন।


রইল ফল দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, এমন কয়েকটি সালাদ রেসিপি।


ঝাল ঝাল শসা: তরমুজের সালাদ: ফলগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার একটি বাটিতে ফলের টুকরোগুলি নিয়ে তার সঙ্গে অল্প কাঁচা মরিচ কুচি, প্যাপরিকা পাউডার, চাটমশলা, লেবুর রস আর পুদিনা পাতার কুচি ভাল করে মিশিয়ে নিন।


সালাদটি ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলেই বেশি ভাল লাগবে।


টক-মিষ্টি ম্যাঙ্গো সালাদ: পাকা আমকে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এ বার একটি পাত্রে আমের টুকরোগুলি নিয়ে তার সঙ্গে পেঁয়াজ কুচি, লাল ক্যাপসিকাম কুচি, শসা কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস, সয়া সস, চিলি অয়েল, মধু, গোলমরিচের গুঁড়ো, ভাজা বাদাম কুচি ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু স্যালাড।


মিক্সড ফ্রুট সালাদ: একটি পাত্রে সবুজ আর কালো আঙুর কুচি, আপেল কুচি, বেদানা, স্ট্রবেরি কুচি নিয়ে নিন। এ বার ফলের মিশ্রণে ফেটানো দই, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, মধু ভাল করে মিশিয়ে নিন।


এই ভাবে ক্রিম ছাড়াই স্বাস্থ্যকর মিক্সড ফ্রুট সালাদ বানিয়ে ফেলতে পারেন আপনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com