গরমে ঠান্ডা লাগলে করণীয়
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ১৯:১৪
গরমে ঠান্ডা লাগলে করণীয়
লাইফস্টাইল ডেস্ক
প্রিন্ট অ-অ+

এই গরম থেকে রেহাই পেতে ঠান্ডা পানি পান করে বা রাতে দীর্ঘক্ষণ ফ্যান বা এসি চালিয়ে রেখে অনেকেরই ঠান্ডা লেগে যাচ্ছে। হচ্ছে সর্দি-জ্বর-গলাব্যথা কাশির সমস্যা।


বিশেষজ্ঞরা বলেছেন, এগুলো মূলত ভাইরাসজনিত রোগ। একেতো মহামারি করোনার সময় পার করছি আমরা। আর করোনার উপসর্গও জ্বর-কাশি-গলা-শরীর ব্যথা। এজন্য আবহাওয়া পরিবর্তনের সময় এ ধরনের রোগ থেকে নিরাপদে থাকতে প্রয়োজন বিশেষ সতর্কতা:


যা করতে হবে
* শিশুসহ বাসার সবাইকে অবশ্যই বারবার হাত ধুতে হবে।
* বাইরে গেলে মাস্ক পরতে হবে।
* হাঁচি কাশির সময় টিস্যু ব্যবহার করা ও অন্যের থেকে দূরে যেতে হবে।
* ঠান্ডা পানি রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ইনফেকশন সৃষ্টি করে তাই বেশি ঠান্ডা পানি পান করা যাবে না, ফ্যান বা এসিতে বেশি ঠাণ্ডায় থাকা যাবে না।
* শিশুদের ঘাম যেন শরীরে না শুকায় সেদিকে বিশেষ নজর দিতে হবে। বার বার শরীর মুছে দিতে হবে।
* ধুলা-ধোঁয়া, বেশি গরম বা বেশি ঠান্ডা এবং ঘরে কার্পেট, তোশক, পর্দা ইত্যাদিতে জমে থাকা ধুলা থেকে সাবধান থাকতে হবে।
* গলাব্যথার সঙ্গে জ্বর ও ঢোক গিলতে সমস্যা হলে হালকা গরম পানিতে অ্যান্টিসেপটিক মাউথ ওয়াশ এর সঙ্গে এক চিমটি লবণ দিয়ে দিনে দুই-তিনবার গড়গড়া করতে হবে।


এসবের সঙ্গে আদা-চা, লেবু-চা খাওয়া যেতে পারে। এছাড়া হালকা গরম পানিতে মিশিয়ে মধু খাওয়া যায় এবং সেই সঙ্গে চিকেন স্যুপ খেলে ভালো। ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল লেবু, কমলালেবু, আমলকী, আমড়া প্রভৃতি খেতে পারেন। এ সমস্যা প্রতিরোধে ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল সাহায্য করে।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com