শিরোনাম
ফ্রিজে রাখলে ভালো থাকে যে সব প্রসাধানী
প্রকাশ : ২৬ জুলাই ২০২১, ১৫:৪৩
ফ্রিজে রাখলে ভালো থাকে যে সব প্রসাধানী
প্রিন্ট অ-অ+

সবার ফ্রিজই ডিম, মাছ-মাংস, সবজি দিয়ে ভরে থাকে। তবে এবার থেকে একটু জায়গা করে এই প্রসাধনীগুলো অবশ্যই ফ্রিজে রাখুন। এতে যেমন সেগুলো দীর্ঘদিন ভালো থাকবে তেমনই আপনার নানা উপকার হবে। দেখে নিন কোন কোন প্রসাধন ফ্রিজে রাখবেন-


১. নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিম ফ্রিজে রাখুন। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। আবার নাইট ক্রিম ও ডে ক্রিম ফ্রিজে রেখে ব্যবহার করলে গরমে আরাম মেলে চটপট।


২. ফ্রিজে সংরক্ষণ করতে পারেন লিপস্টিক। লিপস্টিকে থাকা ন্যাচারাল অয়েল ভালো থাকে তা ফ্রিজের ভিতর রাখা থাকলে। এমনকি ফ্রিজ থেকে বের করে লিপস্টিক পরলে তা দীর্ঘক্ষণ ভালো থাকে।


৩. ফেসিয়াল মিস্ট এবং টোনারের বোতলও ফ্রিজে রাখতে পারেন। বাইরের থেকে ফিরে ক্লান্ত ত্বক ঠান্ডা টোনার বা মিস্ট ব্যবহার করলে ত্বক জলদি সজীব হয়ে ওঠে।


৪. রোজ ব্যবহার না হলে মাস্কারা রাখুন ফ্রিজে। বাইরে রাখলে তা খুব দ্রুত ব্যাকটেরিয়ার সংক্রমণে আসে।


৫. সুগন্ধিও ফ্রিজে রাখলে ভালো থাকে।


৬. ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে নেল পলিশ। জলদি জমাট বেধে যাবে না এবং নখেও দীর্ঘসময় থাকবে।


বিবার্তা/অনামিকা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com