ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৪, ১৪:৩৪
ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভকারীদের হামলার পর চিফ মেট্রোপলিটন ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।


৪ আগস্ট, রবিবার বেলা ১১টা ৫০ মিনিটের দিকে বিক্ষোভকারীদের হামলার পর আদালতের কার্যক্রম বন্ধ করা হয়।


এর আগে সকালে বিক্ষোভকারীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটক ভেঙে আদালতে প্রবেশ করে লাঠিসোঁটা, ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। এর কিছুক্ষণ পরেই সাময়িকভাবে আদালতের কার্যক্রম বন্ধ রাখা হয়।


ঢাকার সিএমএম আদালতের নাজির রেজোয়ান খন্দকার বলেন, সিএমএম আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। কখন কার্যক্রম শুরু হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।


ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বলেন, আদালতে হামলার পর বিচার কার্যক্রম বন্ধ রয়েছে।


এদিকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, আসামি না আসায় ওই সকল মামলার সাক্ষ্য গ্রহণ ও জামিন শুনানি বন্ধ আছে।


ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নাজির খাদেমুল ইসলাম জানিয়েছেন বিক্ষোভ কেন্দ্রকরে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে।


বিবার্তা/রিন্টু/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com