শিরোনাম
আবরারের মৃত্যু: প্রথম আলোর কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
প্রকাশ : ১৭ জুলাই ২০২১, ১৯:৪২
আবরারের মৃত্যু: প্রথম আলোর কাছে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুর ঘটনায় দৈনিক প্রথম আলোর কাছে একশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করা হয়েছে।কলেজের পক্ষ থেকে করা এ রিট আবেদনে কলেজের জন্য ৫০ কোটি টাকা আর নিহত আবরারের পরিবারের জন্য ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। তবে রিট আবেদনটির ওপর শুনানি মূলতবি করা হয়েছে।


শনিবার (১৭ জুলাই) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ শুনানি মূলতবি করে ১৫ জুলাই আদেশ দেন। আদালত বলেছেন, শুধু কলেজ নয়, ভিকটিমের পরিবারকেও আদালতে আসতে হবে।


জানা গেছে, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর উদ্যোগে ২০১৯ সালের পহেলা নভেম্বর শিক্ষার্থীদের এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে নাইমুল আবরার রাহাত বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে মারা যায়। এ ঘটনার জন্য আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে শিক্ষার্থীরা।


পরবর্তীতে এ ঘটনায় আবরারের পিতা মজিবুর রহমান বাদী হয়ে ওই বছরের ৬ নভেম্বর ঢাকা মহানগর হাকিম আদালতে মামলা করেন। এই মামলায় গত বছর ১৬ জানুয়ারি ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আদালত মতিউর রহমানসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।এরপর মতিউর রহমান হাইকোর্ট থেকে জামিন নেন আর অন্যরা নিম্ন আদালত থেকে জামিন পান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com