একাধিক পদে চাকরি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৯
একাধিক পদে চাকরি দেবে সংস্কৃতি মন্ত্রণালয়
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কপিরাইট অফিসের রাজস্ব খাতভুক্ত একাধিক শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ প্রতিষ্ঠানে ১১ থেকে ২০তম গ্রেডে ছয়জনকে স্থায়ী/অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।


১. পদের নাম: কপিরাইট সহকারী পরীক্ষক
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি।
বেতন স্কেল: ১২,৫০০-৩২,২৪০ টাকা (গ্রেড-১১)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


২. পদের নাম: ইনডেকসার
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের কাজের অভিজ্ঞতাসহ লাইব্রেরি ও তথ্যবিজ্ঞানে ডিপ্লোমা।
বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


৩. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২ (স্থায়ী/অস্থায়ী)
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


৪. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। বৈধ লাইসেন্সসহ হালকা ও ভারী যানবাহন চালনার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: নরসিংদী, ফরিদপুর, টাঙ্গাইল, নোয়াখালী, লক্ষ্মীপুর, বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী, লালমনিরহাট, কুড়িগ্রাম, যশোর, মাগুরা, কুষ্টিয়া, পিরোজপুর, পটুয়াখালী, সিলেট ও জামালপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ১ (স্থায়ী)
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস। শারীরিক যোগ্যতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
যেসব জেলার প্রার্থীদের আবেদনের প্রয়োজন নেই: ঢাকা ও চাঁদপুর। এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।


বয়সসীমা: প্রার্থীদের বয়স ২০২৩ সালের ১ জানুয়ারি ন্যূনতম ১৮ বছর ও ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান/প্রতিবন্ধী প্রার্থীদের সর্বোচ্চ বয়স ৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।


আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করা যাবে। এ ছাড়া [email protected] অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। টেলিটকের জব পোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম, ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ থেকে ২ নম্বর পদের জন্য ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪ টাকাসহ মোট ৩৩৪ টাকা; ৩ থেকে ৪ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৫ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com