
ঢাকা ওয়াসা জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে দুই ক্যাটাগরির পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
১. পদের নাম: কর্মকর্তা (ফিন্যান্স ও ভ্যাট–ট্যাক্স)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/হিসাব/ফিন্যান্সে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (চার বছর মেয়াদি) অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিএ (সিসি)–সম্পন্ন প্রার্থী/আইটিপি সার্টিফিকেটধারী/ভ্যাটের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব বা আর্থিক ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।
বয়স: ২০২২ সালের ২২ ডিসেম্বর ন্যূনতম ৩২ থেকে ৫০ বছর।
বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৫০,০০০ টাকা
২. পদের নাম: সহকারী কর্মকর্তা (ফিন্যান্স ও ভ্যাট-ট্যাক্স)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য/হিসাব/ফিন্যান্সে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকসহ (চার বছর মেয়াদি) অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিএ (সিসি)–সম্পন্ন প্রার্থী/আইটিপি সার্টিফিকেটধারী/ভ্যাটের ওপর প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। হিসাব বা আর্থিক ব্যবস্থাপনা-সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণি থাকা যাবে না।
বয়স: ২০২২ সালের ২২ ডিসেম্বর ন্যূনতম ৩২ থেকে ৫০ বছর।
বেতন: সর্বসাকল্যে মাসিক বেতন ৪০,০০০ টাকা
আবেদন যেভাবে করবেন: আগ্রহী প্রার্থীদের ঢাকা ওয়াসার ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নির্ধারিত ছকে জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।
আবেদন ফি: প্রার্থীদের অনলাইনের মাধ্যমে ৫০০ টাকা ঢাকা ওয়াসার অনুকূলে জমা দিতে হবে (অনলাইনে প্রদর্শিত নির্দেশনা অনুযায়ী)।
আবেদনের শেষ সময়: ২২ ডিসেম্বর ২০২২।
বিবার্তা/বিএম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]