শিরোনাম
৬৫ পদে চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২১, ০৯:০৮
৬৫ পদে চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের অধীনে ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমেটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে বিভিন্ন পদে লোকবল নিয়োগ দেবে।


প্রতিষ্ঠানের নাম- ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড


পদের সংখ্যা- ৬৫টি


কর্মস্থল- মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ ফ্যাক্টরি কমপ্লেক্স


কাজের ধরণ- পূর্ণকালীন


পদের নাম- জুনিয়র ইলেক্ট্রিশিয়ান বা ইলেক্ট্রিশিয়ান- ইলেক্ট্রিক্যাল এবং ইন্সট্রুমেন্ট


পদের সংখ্যা- ১০টি


বেতন- আলোচনা সাপেক্ষে


আবেদন যোগ্যতা-


১। কমপক্ষে ৮ম শ্রেণী পাস।


২। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক্যাল মেইন্টেনেন্স কাজে ৫-৭ বছরের অভিজ্ঞতা।


৩। প্রার্থীকে বৈদ্যুতিক ও ইলেকট্রিক্যাল মেইন্টেনেন্স বিষয়ে পেশামূলক প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।


৪। ইলেক্ট্রিফিকেশন বোর্ড প্রদত্ত ক বা খ বা গ লাইসেন্স সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।


পদের নাম-ফোরম্যান-(মেকানিক্যাল মেইন্টেনেন্স)


পদের সংখ্যা- ৮টি


বেতন- আলোচনা সাপেক্ষে


আবেদন যোগ্যতা-


১। কমপক্ষে ৮ম শ্রেণী পাস।


২। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল মেইন্টেনেন্স কাজে ১০-১৫ বছরের অভিজ্ঞতা।


পদের নাম- সিনিয়র ফিটার বা ফিটার বা ওয়েল্ডার বা রিগার-(মেকানিক্যাল মেইন্টেনেন্স)


পদের সংখ্যা- ১৫টি


বেতন- আলোচনা সাপেক্ষে


আবেদন যোগ্যতা-


১। কমপক্ষে ৮ম শ্রেণী পাস।


২। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল মেইন্টেনেন্স কাজে ৫-১০ বছরের অভিজ্ঞতা।


পদের নাম- সিনিয়র ফিটার বা ফিটার (প্যাকিং মেইন্টেনেন্স )


পদের সংখ্যা- ১২টি


বেতন- আলোচনা সাপেক্ষে


আবেদন যোগ্যতা-


১। কমপক্ষে ৮ম শ্রেণী পাস।


২। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল মেইন্টেনেন্স কাজে ৫-১০বছরের অভিজ্ঞতা।


পদের নাম- ব্যাগ পুশিং অপারেটর(প্যাকিং)


পদের সংখ্যা- ২০টি


বেতন- আলোচনা সাপেক্ষে


আবেদন যোগ্যতা-


১। কমপক্ষে ৮ম শ্রেণী পাস।


২। সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ইলেক্ট্রিক্যাল মেকানিক্যাল মেইন্টেনেন্স কাজে ২-৫ বছরের অভিজ্ঞতা।


সাক্ষাৎকারে যা যা লাগবে


আগ্রহী প্রার্থীদের


১। জীবন বৃত্তান্ত


২। সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজ ছবি


৩। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি


৪। শিক্ষা যোগ্যতার সনদপত্রের মূলকপি ও ফটোকপি


৫। অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি


সাক্ষাৎকারের সময়


২৫-২৮ অক্টোবর,২০২১ তারিখ, সকাল ৯.৩০-৪টা পর্যন্ত


উপস্থিত হতে হবে


ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফ্যাক্টরি কমপ্লেক্স, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ


বিবার্তা/এমবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com