নারী হজযাত্রীদের জন্য সৌদি আরব নতুন ৯ নির্দেশনা জারি করেছে।
মক্কার গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববী কর্তৃপক্ষ এ নির্দেশনা জারি করেছে।
গালফ নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, এক্স পোস্টে ইনফোগ্রাফির মাধ্যমে কর্তৃপক্ষ ৯টি নির্দেশনা শেয়ার করেছে। আর এসব নির্দেশনা নারী হজযাত্রীদের মেনে চলতে বলা হয়েছে।
নির্দেশনায় যথাযথ ইসলামিক পোশাক পরিধান করা, দায়িত্বরত কর্মীদের সঙ্গে উত্তম আচরণ করা, ফ্লোরে ঘুমানো কিংবা বসা পরিহার করা ও নামাজে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর কথা বলা হয়েছে।
এর সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্নতার উপরও জোর দেওয়া হয়েছে। বিশেষ করে নামাজের স্থানে খাওয়া বা পানি পান করা থেকে বিরত থাকা, হইচই না করা ও জুতা পায়ে কার্পেটের ওপর না হাঁটা।
এ ছাড়া নিজেদের ব্যক্তিগত মালামাল সাবধানে রাখার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]