সৌদি আরবের সেনাপ্রধান ফায়াদ আল-রুয়ালি প্রতিরক্ষার বিষয় নিয়ে আলোচনা করতে ইরানের রাজধানী তেহরান সফর করেছেন।
১০ নভেম্বর, রবিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরির সঙ্গে বৈঠক করেছেন সৌদি সেনাপ্রধান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর তাদের এ বৈঠক হতে যাচ্ছে। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করছেন ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছেন ক্ষমতায় বসার পর মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাবেন তিনি।
এর আগে, ২০১৬ থেকে ২০২০ সাল পর্যন্ত ট্রাম্পের প্রথম মেয়াদে আরব দেশগুলোর সঙ্গে ইরানের আঞ্চলিক শত্রু ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প। এ প্রচেষ্টা আব্রাহাম অ্যাকর্ডস নামে পরিচিত।
সৌদি এখনো ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি। গত কয়েক বছরে ট্রাম্পের মেয়ের জামাই জ্যারেড কুশনার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ নিয়ে একাধিকবার আলোচনা করেছেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি সেনাপ্রধান রুয়ালি তেহরানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বৈঠকে অংশ নিয়েছেন। তারা দ্বিপক্ষীয় সম্পর্ক ও প্রতিরক্ষার বিষয়টি নিয়ে কথা বলেছেন।
এর আগে, গত বছর ইরান ও সৌদি আরবের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান আল সউদের সঙ্গে ফোনালাপ করেছিলেন বাঘেরি।
উল্লেখ্য, ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ সাত বছরের সংঘাত দূর করে সম্পর্ক পুনঃস্থাপন করে।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]