ইসরায়েলের বিমান হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সাইয়্যেদ হাসান নাসরাল্লাহ'র পরিবারের কয়েকজন সদস্য নিহত হয়েছেন।
৬ নভেম্বর, বুধবার লেবাননের দক্ষিণে টায়ার শহরের ‘আল-বাজোরিয়া’ শহরে এ বিমান হামলায় হাসান নাসরুল্লাহর চার আত্মীয় নিহত হন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইসনা।
নিহতরা হলেন নাসরুল্লাহর চাচা, চাচাতো ভাই এবং চাচার নাতি-নাতনি।
উল্লেখ্য, ইহুদিবাদী ইসরাইল গত ২৩ সেপ্টেম্বর থেকে লেবাননে নির্বিচারে ব্যাপক হামলা চালিয়ে আসছে। ২৭ সেপ্টেম্বর শুক্রবার দক্ষিণ বৈরুতের দাহিয়ায় ইসরাইলের বর্বর হামলায় নিহত হন লেবাননের জনপ্রিয় নেতা হাসান নাসরুল্লাহ।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]