ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১২:৫৮
ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আগামী সপ্তাহে সাক্ষাৎ করবেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই। সেই সঙ্গে মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করার কথা রয়েছে তার।


৭ নভেম্বর, বৃহস্পতিবার আর্জেন্টিনা সরকারের এক মুখপাত্র এই তথ্য জানিয়েছেন।


মুখপাত্রের তথ্যমতে, ট্রাম্পের সঙ্গে হ্যাভিয়ের মিলেইর বৈঠকটি হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ট্রাম্পের ব্যক্তিগত রিসোর্ট মার-এ-লাগোতে।


গত বছর আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হ্যাভিয়ার মিলেই। এরপর থেকে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছেন।


গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্প। এরপর ট্রাম্পের প্রতি সমর্থন ব্যক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত পোস্ট করেন মিলেই।


আর্জেন্টিনা সরকারের মুখপাত্র আরও বলেন, হ্যাভিয়ার মিলেই যুক্তরাষ্ট্র সফরকালে মার্কিন ধনকুবের বৈদ্যুতিক গাড়িনির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গেও সাক্ষাৎ করবেন।


উল্লেখ্য, আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সের (সিপিএসি) একটি সমাবেশ মার-এ-লাগোতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।


বিবার্তা/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com