ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ২০:২৭
ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বনেতাদের অভিনন্দন
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয় ঘোষণার পর তাকে অভিনন্দন জানাতে শুরু করেছেন বিশ্বনেতারা। এ তালিকায় প্রথম সারিতে রয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


তিনি ট্রাম্পের উদ্দেশ্যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। তাতে লিখেছেন, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ প্রত্যাবর্তনের জন্য অভিনন্দন! হোয়াইট হাউসে আপনার ঐতিহাসিক প্রত্যাবর্তন আমেরিকার জন্য একটি নতুন সূচনা এবং ইসরায়েল ও আমেরিকার মধ্যে মহান জোটের জন্য একটি শক্তিশালী প্রতিশ্রুতি প্রদান করে।


নেতানিয়াহু আরও বলেন, এটি একটি বিশাল বিজয়।


ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ডোনাল্ড ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ তিনি লিখেছেন, আমার বন্ধু @realDonaldTrump-কে ঐতিহাসিক নির্বাচনী জয়ে আন্তরিক অভিনন্দন। আপনার পূর্ববর্তী মেয়াদের সাফল্যের ওপর ভিত্তি করে আমি ভারত-মার্কিন সমন্বিত বৈশ্বিক ও কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার জন্য আমাদের সহযোগিতা পুনরায় শুরু করতে আগ্রহী। চলুন, আমাদের জনগণের উন্নয়ন ও বৈশ্বিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করি।


হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবর্তন! ট্রাম্পকে বিশাল জয়ের জন্য অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, বিশ্বের জন্য এটি অত্যন্ত প্রয়োজনীয় একটি জয়!


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। গত চার বছরের মতো একসাথে কাজ করতে প্রস্তুত।


ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি লিখেছেন, আমার এবং ইতালির সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্তরিক অভিনন্দন। ইতালি ও যুক্তরাষ্ট্র 'বন্ধু' রাষ্ট্র; দুটি অবিচলিত মৈত্রী, সাধারণ মূল্যবোধ এবং ঐতিহাসিক বন্ধুত্বের মাধ্যমে যুক্ত। এটি একটি কৌশলগত বন্ধন, যা আমি নিশ্চিত আরও শক্তিশালী হবে।


অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামা সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, নির্বাচনে জয়ের জন্য @realDonaldTrump-কে অভিনন্দন। যুক্তরাষ্ট্র অস্ট্রিয়ার গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। ট্রান্সআটলান্টিক সম্পর্ক আরও জোরদার করতে আমরা একসাথে কাজ করতে আগ্রহী, যাতে আমরা বৈশ্বিক চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করতে পারি।


সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুসিচ লিখেছেন, আপনার বিজয়ের জন্য অভিনন্দন @realDonaldTrump। সামনে কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে আমরা একসাথে থাকব। স্থিতিশীলতা, প্রবৃদ্ধি এবং শান্তির জন্য যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ সার্বিয়া।


পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা লিখেছেন, অভিনন্দন, মিস্টার প্রেসিডেন্ট @realDonaldTrump! আপনি এটি বাস্তবায়ন করেছেন!


ইতালির উপ-প্রধানমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, ট্রাম্পের বিজয় দেশপ্রেম, সীমান্ত নিয়ন্ত্রণ, কর কমানো, খ্রিষ্টীয় শিকড়, মত প্রকাশের স্বাধীনতা এবং বিশ্ব শান্তির প্রতি প্রতিশ্রুতি।


নেদারল্যান্ডসের ডানপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্স লিখেছেন, অভিনন্দন প্রেসিডেন্ট ট্রাম্প! অভিনন্দন আমেরিকা!" থামবেন না, লড়াই চালিয়ে যান এবং বিজয় অর্জন করুন!


চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আমাদের লক্ষ্য, প্রশাসনিক পরিবর্তনের পরও আমাদের সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রাখা এবং তা আমাদের নাগরিকদের কল্যাণের জন্য আরও উন্নত করা।


ব্রিটিশ সংসদ সদস্য এবং রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ মন্তব্য করেন, তিনি আবারও এটা করেছেন। এটি আমাদের জীবনের সবচেয়ে অবিশ্বাস্য রাজনৈতিক প্রত্যাবর্তন।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রতি ‘শক্তিশালী দ্বিদলীয় সমর্থন’ পাওয়ার আশা ব্যক্ত করেছেন।


জেলেনস্কি এক্স-এ লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পকে তার চমৎকার নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন!


ট্রাম্পকে দেওয়া অভিনন্দন বার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ আপনার বিজয়ের জন্য আমি বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আনন্দিত। দ্বিতীয় মেয়াদের জন্য আপনাকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করার মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের সঙ্গে আপনার নেতৃত্বের প্রতিফলন হয়েছে। আমি নিশ্চিত যে আপনার তত্ত্বাবধানে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।


উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সব ভোট গণনা শেষের আগেই প্রাথমিক ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ। তাদের হিসাব-নিকাশ মতে, আর কোনোভাবেই কমলা হ্যারিসের এগিয়ে যাওয়ার সুযোগ নেই। এরপরই মঞ্চে হাজির হয়ে সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন ট্রাম্প। তার ভাষণে নিজেকে বিজয়ী ঘোষণা করেন।


সর্বশেষ খবরে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এখন পর্যন্ত ট্রাম্পের প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ২৭৭। অপরদিকে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। দেশটিতে মোট ৫০টি অঙ্গরাজ্যে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। জিততে হলে ২৭০টি ইলেকটোরাল কলেজ ভোট পেতে হবে। তা ইতোমধ্যে ট্রাম্প নিশ্চিত করেছেন এবং আরও কিছু রাজ্যের ইলেকটোরাল কলেজ ভোট তার দখলে যাওয়ার খুব সম্ভাবনা তৈরি হয়েছে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com