ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৩৪
ইমরান খানের মুক্তির দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের রাজধানীতে কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর বড় কোনো বিক্ষোভ করেছে পিটিআই নেতারা। খবর আল জাজিরা


সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে দেখা যায় পিটিআইয়ের হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে রাজধানীর দিকে জড়ো হচ্ছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী হাম্মাদ আজহার বলেন, তার মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কোনো বিশ্রাম নেই।


লাহোরের পিটিআই নেতা এবং প্রখ্যাত আইনজীবী সালমান আকরাম রাজা বলেন, দুর্নীতিবাজ এবং অপরিপক্ক রাজনীতিবিদদের কাছ থেকে দেশকে বাঁচাতে পারেন একমাত্র ইমরান খান।


ইমরান খানের দলের নেতাকর্মীদের বিক্ষোভ ঠেকাতে ইসলামাবাদ প্রশাসন আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল। বিক্ষোভ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেট তেরি করে। কিন্তু পিটিআই নেতারা তা সরিয়ে শহরে ঢুকে পড়েন।


পিটিআইয়ের একজন সমর্থক রবিনা গফর আল-জাজিরাকে বলেন, মিছিল নিয়ে পৌঁছানো আমাদের জন্য সহজ ছিল না। সমস্ত রাস্তা বন্ধ করে দেয়া হয়। কিন্তু আমরা ছিলাম প্রতিজ্ঞাবদ্ধ। কারণ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে আর আমরা আসব না এটা হতে পারে না। শেষ নিশ্বাস থাকা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব।


পিটিআই নেতারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ দমনে নানাভাবে চেষ্টা করেছে। স্থানীয় টেলিভিশন চ্যানেল সামা নিউজের ভিডিও ফুটেজে দেখানো হয়েছে, পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করছে অন্যদিকে বিক্ষোভকারীরা পুলিশের ওপর ইট পাটকেল ছুড়ে মারছে।


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ২০২২ সালের এপ্রিল পার্লামেন্টে অনাস্থ ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন। এরপর ২০২৩ সালের আগস্ট থেকে তিনি জেলে রয়েছেন।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com