মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিজ দেশের নাগরিকদের যেকোনো উপায়ে লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শনিবার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
লেবাননে মার্কিন দূতাবাস জানায়, ফ্লাইট স্থগিত ও বাতিল হওয়ার পরেও লেবানন ছাড়ার জন্য বিকল্প বাণিজ্যিক পরিবহণের ব্যবস্থা করা হয়েছে। বিকল্প ফ্লাইটের যেকোনো একটিতে যেকোনো টিকিট কেটে নাগরিকদের বৈরুত ছাড়ার আহ্বান জানানো যাচ্ছে।
এ ছাড়া যারা এখনও বৈরুত থাকতে চান তাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে, নিজ দেশের নাগরিকদের দ্রুত বৈরুত ছাড়ার পরামর্শ দিয়েছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি।
এদিকে, তেহরানে হিজবুল্লাহ নেতা ইসমাইল হানিয়েহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলার হুমকি দিয়েছে ইরান। এরপর থেকেই এ অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার মধ্যরাতে ইসরায়েলে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]