ছুরিকাঘাতে তিন শিশুকে হত্যার পর ছড়িয়ে পড়া সংঘাত এখনো নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাজ্যে। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরে বিক্ষোভকারীরা পুলিশের একটি স্থাপনায় আগুন ধরিয়ে দেয়।
৩ আগস্ট, শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (২ আগস্ট) রাতে পুলিশকে লক্ষ্য করে বিয়ার ক্যান ও পাথর নিক্ষেপ করা হয়। এ সময় একটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে।
নর্থামব্রিয়া পুলিশ জানিয়েছে, আহত তিন কর্মকর্তাকে হাসপাতালে নেওয়া হয়েছে ও আট জনকে গ্রেফতার করা হয়েছে।
নর্থামব্রিয়া পুলিশের কর্মকর্তা হেলেনা ব্যারন সংঘর্ষের ঘটনাকে শোচনীয় বলে উল্লেখ করেছেন। অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনাকারীদের চিহ্নিত করতে তদন্ত চলমান আছে বলেও জানান তিনি।
হেলেনা ব্যারন বলেন, যে ধরনের সহিংসতা ও ভাঙচুর চালানো হচ্ছে তা সহ্য করা হবে না।
যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার জানিয়েছেন, যারা পুলিশের ওপর হামলা চালিয়েছে এবং সহিংসমূলক কাজ করেছে তাদের চরম মূল্য দিতে হবে।
গত সোমবার যুক্তরাজ্যের সাউথপোর্ট শহরের হার্ট স্ট্রিটে শিশুদের নাচের ওয়ার্কশপে ছুরি নিয়ে হামলায় দুই শিশু নিহত হওয়ার পরই বুধবার রাত থেকে বিক্ষোভ শুরু হয়।
বিবার্তা/রিন্টু/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]