ভয়াবহ ভূমিধসের কবলে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের ব্যানোস দে আগুয়া সান্তা শহরে ভূমিধসে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আরও ৩০ জন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
১৭ জুন, সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।
প্রতিবেদনে আরো বলা হয়, দক্ষিণ আমেরিকার কিছু অংশে রবিবার ভারি বৃষ্টিপাতের সঙ্গে ঝড় বয়ে গেছে। এতে বেশ কিছু জায়গায় ভূমিধস ঘটেছে। নিম্নচাপ থেকে এ প্রাকৃতিক দুর্যোগের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে ইকুয়েডরের আবহাওয়া দফতর।
নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করছে কর্তৃপক্ষ।
জানা যায়, একদিনের বৃষ্টিতেই তৈরি হয়েছে এই ভূমিধস। কবলিত অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাসিন্দাদের। সড়ক কাদার নিচে চাপা পড়ায় কঠিন হয়ে ব্যাহত হচ্ছে যান চলাচল। এর মধ্যেই নিখোঁজদের সন্ধানে চলছে উদ্ধার তৎপরতা।
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে ইকুয়েডরের গণপূর্তমন্ত্রী রাবর্তো লুক লিখেছেন, রবিবার রাতে ব্যানোস দে আগুয়া সান্তা শহরে বড় ধরনের ভূমিধস ঘটেছে। এ দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।
এদিকে, এল সালভাদরে ভারি বৃষ্টিপাতের কারণে ‘রেড অ্যালার্ট’ জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া প্রতিবেশি দেশ গুয়াতেমালার যোগাযোগ, অবকাঠামো ও আবাসন মন্ত্রণালয় বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]