সিকিমে প্রবল বন্যা-ভূমিধসে ৬ জনের প্রাণহানি
প্রকাশ : ১৪ জুন ২০২৪, ১৪:৪৯
সিকিমে প্রবল বন্যা-ভূমিধসে ৬ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যের মাঙ্গান অঞ্চলে প্রবল বন্যা ও ভূমিধসে ৬ জনের প্রাণহানি হয়েছে। ওই অঞ্চলে আটকা পড়েছেন ১ হাজার ৫০০ পর্যটক।


বৃহস্পতিবার (১৩ জুন) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন স্থানীয় কর্তৃপক্ষ।


সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, সিকিম রাজ্যে প্রবল বন্যা এবং ভূমিধসে ছয় জনের প্রাণহানিসহ নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।


ভূমিধসে পর্যটন শিল্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে বন্ধ হয়ে গেছে বেশিরভাগ রাস্তাঘাট। এতে বিপাকে পড়েছে ১ হাজার ৫০০ পর্যটক।


উত্তর সিকিমের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, বৈরি আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও। বন্যার পানিতে ডুবে গেছে ঘরবাড়ি।


মাঙ্গান জেলার ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি জানান, পাকশেপ গ্রামে তিনজন এবং আম্বিথাং গ্রামে তিনজন মারা গেছেন। বন্যায় বিপর্যস্তদের উদ্ধার এবং ত্রাণ সহায়তার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তারা দুর্গতদের উদ্ধারের কাজ করছেন।


আগামী কয়েকদিন সিকিমে ভারী বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com