
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বিগত ১৯ এপ্রিল। চলবে আগামী আগামী ১ জুন পর্যন্ত। ফলাফল জানা যাবে ৪ জুন। এর মধ্যেই ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে কথা বলে পুনরায় আলোচনায় এসেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ বলেন, বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেয়া হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের রায়গঞ্জের করণদীঘিতে নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।
অমিত শাহ বলেছেন, অনুপ্রবেশকারীদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে এখানে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) কার্যকর করা জরুরি। আর এই বাংলায় অনুপ্রবেশকারীদের রুখতে পারে একমাত্র বিজেপিই। আর বিজেপি ছাড়া অন্য কোনো দল সেটি করবেও না।
এসময় তিনি আরো বলেন, লোকসভা নির্বাচনে বাংলায় আমাদের টার্গেট ৩৫ আসন। আমরা এবার ৩০-৩৫ আসনে পদ্ম ফোটাতে পারব। মমতা ভয় পাচ্ছেন এই রাজ্যে মোদির প্রকল্প বাস্তবায়ন করতে। যদি সবাই মোদির দিকে চলে যায়। তৃণমূলের গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেব। মমতার অনেক সাঙ্গপাঙ্গতো এখন জেলে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, এবার আমরা এই বাংলা থেকে কাটমানির কালচার বন্ধ করে দুর্নীতিমুক্ত বাংলা গড়বো। সন্দেশখালীর ঘটনার বিচার হবে। সিএএ কার্যকর হবে। সিএএ ও এনআরসি বন্ধ করতে পারবেনা মমতাদি। বাংলাদেশ থেকে নির্যাতিত হয়ে আসা সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের নাগরিকত্ব দেয়া হবে।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]