মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১৯:৩৫
মেটার মুখপাত্রকে ৬ বছরের কারাদণ্ড দিলো রাশিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার রুশ কার্যালয়ের মুখপাত্র অ্যান্ডি স্টোনকে ছয় বছরের কারাদণ্ড হয়েছে। দেশটির সামরিক আদালত এই রায় দিয়েছেন। তার বিরুদ্ধে ‘সন্ত্রাসকে বৈধতা’ দেয়ার অভিযোগ এনে এ রায় দেয়া হয়।


রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক অ্যান্ডি স্টোন বর্তমানে রাশিয়ার বাইরে আছেন। তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করা হয়।


বিচারক রোমান কিফোরেঙ্কো বলেছেন, তিনি রাশিয়ায় পা রাখা মাত্র রায় কার্যকর হবে।


অ্যান্ডি স্টোনের বিরুদ্ধে অভিযোগ, তিনি রুশ সেনাদের ওপর হামলায় উসকানিদাতাদের প্রশ্রয় দিয়েছিলেন।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com