মণিপুরের ১১ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ১৩:০৮
মণিপুরের ১১ কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ চলছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

ভারতের লোকসভা নির্বাচনে সহিংসতার পর আজ সোমবার ( ২২ এপ্রিল) মণিপুর রাজ্যের ১১টি কেন্দ্রে আবার ভোটগ্রহণ চলছে। এর আগে সহিংসতার ঘটনায় এসব কেন্দ্রের ভোট বাতিল করা হয়। খবর দ্য গার্ডিয়ানের।


ভারতের লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের প্রথম দিনে গত শুক্রবার (১৯ এপ্রিল) সহিংসতার কারণে ১১টি কেন্দ্রের ভোট বাতিল এবং নতুন করে ২২ এপ্রিল ওসব কেন্দ্রে আবার ভোট নেয়ার নির্দেশ দেন মণিপুরের মুখ্য নির্বাচনী কর্মকর্তা।


তবে প্রধান বিরোধী দল কংগ্রেস মণিপুরের ৪৭টি ভোটকেন্দ্রে পুনরায় ভোট নেয়ার দাবি জানিয়েছে। তারা অভিযোগ করেছে এসব কেন্দ্রে বুথ দখল করা হয়েছে এবং নির্বাচনে কারচুপি করা হয়েছে।


মণিপুর রাজ্যে ভোটের প্রথম দিনে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ এবং কড়া নিরাপত্তার মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টার খবর পাওয়া গেছে।


মণিপুরে মে মাস থেকে সংখ্যাগরিষ্ঠ মেইতে এবং উপজাতি কুকি-জো জনগণের মধ্যে লড়াই চলছে। গত বছর রাজ্য হাইকোর্ট উপত্যকাভিত্তিক মেইতেই সম্প্রদায়কে তফসিলি উপজাতির মর্যাদা দেয়ার বিষয়টি রাজ্য সরকারকে বিবেচনা করতে বলার পর শুরু হয় সহিংসতা।


ভারতে শুক্রবার (১৯ এপ্রিল) শুরু হয়েছে লোকসভা নির্বাচন। সাত ধাপে আগামী ১ জুন পর্যন্ত চলবে ভোট গ্রহণ।


বিবার্তা/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com