পাকিস্তানের পাঞ্জাবে ঈদ উদযাপন করতে গিয়ে নওয়াজ শরীফ পার্কে এক ঝাঁক মৌমাছির হামলার ঘটনা ঘটেছে। মৌমাছির হাত থেকে বাঁচতে সবাই এদিক-সেদিক ছুটতে থাকেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, গতকাল বৃহস্পতিবার ঈদের দ্বিতীয় দিন নওয়াজ শরীফ পার্কে বেড়াতে যান বাসিন্দারা। সেখানে থাকা শিশুরা মৌচাকে কিছু ছুড়ে মারে। এতে মৌমাছি আক্রমণাত্মমক হয়ে ওঠে।
কর্মকর্তারা জানান, মৌমাছির হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিউনিসিপাল কমিটি জানায়, পার্কটি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। স্প্রে করার পর আবার সেটি খুলে দেয়া হবে।
গত বুধবার থেকে পাকিস্তানে শুরু হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ উদযাপনে লাখ লাখ মানুষ দেশটির বিভিন্ন বিনোদনকেন্দ্রে ভিড় জমান।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]