
হাইতিতে পুলিশ ও বিভিন্ন গ্যাংয়ের মধ্যে সংঘাতে ছড়িয়েছে ব্যাপক সহিংসতা। ভয় আর আতঙ্কে দেশটির রাজধানী পোর্ট অব প্রিন্স ছাড়ছেন বহু বাসিন্দারা। বন্ধ রাখা হয়েছে দোকানপাট, শপিংমল, শিক্ষা প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাজধানীতে ব্যাপক বন্দুকযুদ্ধ শুরু হয়। বিভিন্ন গ্যাং গ্রুপের সদস্যের সাথে পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর মধ্যে হয় এই সশস্ত্র সংঘর্ষ। হাইতির নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের সহায়তায় বিভিন্ন দেশের সেনা মোতায়েনের তোড়জোড় চালাচ্ছে সরকার। বর্তমানে এই ইস্যুতে বৈঠকের জন্য কেনিয়া সফর করছেন দেশটির প্রধানমন্ত্রী।
ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের কারণেই ক্ষুব্ধ মাফিয়া দলগুলো। অবশ্য গ্যাং সহিংসতা হাইতিতে নিয়মিত ঘটনা। জাতিসংঘের তথ্য মতে, গত বছর গ্যাং সদস্যদের লড়াইয়ে প্রাণ গেছে অন্তত ৫ হাজার জনের। ঘরছাড়া হয়েছেন ৩ লাখের বেশি বাসিন্দা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]