চীনের একটি বহুতল ভবনে আগুন লেগে অন্তত ১৫ জন পুড়ে মারা গেছেন এবং ৪৪ জন আহত হয়েছেন বলে জানা গেছে। পূর্ব চীনের নানজিং শহরের একটি ভবনে আগুন লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রথম তলায় ইলেক্ট্রিক বাইক রাখার স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ খবর জানিয়ে বলেছে, চীনের স্থানীয় সময় শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আহত ৪৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তার শরীর বীভৎসভাবে পুড়ে গেছে।
খবরে বলা হয়, চীনের স্থানীয় সময় শুক্রবার ভোররাত ৪টা ৩৯ মিনিটে ইহুয়াটাই জেলার ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের একটি বার্তা পায়। আটঘণ্টা ধরে উদ্ধারকর্মীদের তৎপরতার পর আগুন নেভানো সম্ভবপর হয়। খবরে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]