ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যাবে পিটিআই
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪৭
ভোটে কারচুপির অভিযোগ নিয়ে আদালতে যাবে পিটিআই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাকিস্তানের ভোটে কারচুপির অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে যাবেন হবে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।


২২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার জেলে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর এ কথা জানিয়েছেন পিটিআইয়ের সিনিয়র ভাইস চেয়ারম্যান শের আফজাল মারওয়াত।


পাকিস্তানের সংবাদ মাধ্যমকে শের আফজাল মারওয়াত বলেছেন, পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেট চুরির’ বিরুদ্ধে ১৮৪(৩) ধারার এখতিয়ারের অধীনে সুপ্রিম কোর্টে যাবে পিটিআই।


আদিয়ালা কারাগারের বাইরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কারাবন্দি দলের প্রধান ইমরান খানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা জাতিকে অনুরোধ করছি এই কার্যক্রমের ওপর মনোযোগ দিয়ে লক্ষ্য রাখতে এবং সেখানে আমাদের সঙ্গে কেমন আচরণ করা হয় তা দেখতে।


আজকাল ‘আদালতে ন্যায়বিচারের অভাব’ দাবি করে মারওয়াত বলেন, যারা ন্যায়বিচারের জন্য আদালতে যায় তাদের হয় তুলে নেয়া হয় বা তাড়িয়ে দেয়া হয়। তারপরে অন্যদের জন্য এই দৃষ্টান্ত স্থাপন করা হয়।


তিনি আরও বলেছেন, পিটিআই ‘বড় আকারে’ পিটিশন দায়ের করবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com